সুপ্রিম কোর্টে আ. লীগ-বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ভাঙচুর
সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী পন্থী সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষের নেম প্লেট খুলে ফেলেছে বিএনপি পন্থী আইনজীবীরা। একইসঙ্গে বার সম্পাদকের কক্ষে ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে বিএনপি পন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন। আর বাইরে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের দণ্ড ও তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
গণ্ডগোলের এক পর্যায়ে আওয়ামী পন্থী বেশ কিছু আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের কক্ষে আশ্রয় নেন। পরে আবার তারা বিভক্ত হয়ে মিছিল করতে থাকেন।