০২ আগস্ট ২০২৩, ২২:৩৭

সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় অর্থ বরাদ্দ বাড়ল

সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় অর্থ বরাদ্দ বাড়ল
সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় অর্থ বরাদ্দ বাড়ল  © লোগো

এখন থেকে শীর্ষ সরকারি কর্মকর্তাদের জন্য এখন প্রায় দেড় কোটি টাকার গাড়ি কেনা যাবে, যেখানে আগে বরাদ্দ টাকার পরিমাণ ছিল কোটি টাকার নিচে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ব্যয়ে কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি দপ্তরে সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়।

তবে ১০ বছরের পুরনো গাড়ি প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় করা যাবে বলে সেখানে জানিয়ে দেওয়া হয়। সেই সংকট চলার মধ্যেই সম্প্রতি গাড়ি কেনায় বরাদ্দ পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১ ও গ্রেড-২ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে (ট্যাক্স, ভ্যাটসহ) সর্বোচ্চ ২৭০০ সিসির গাড়ি কেনা যাবে। গ্রেড-৩ ও এর নিচের গ্রেডের কর্মকর্তাদের জন্য রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাট খরচসহ সর্বোচ্চ ৬৫ লাখ টাকা ব্যয়ে অনূর্ধ্ব ২০০০ সিসির গাড়ি কেনা যাবে।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সর্বশেষ ২০১৯ সালে গাড়ি কেনার দাম নির্ধারণ করেছিল সরকার। তখন গ্রেড-১ ও গ্রেড-২ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের গাড়ির সর্বোচ্চ দাম ছিল ৯৪ লাখ টাকা এবং গ্রেড-৩ থেকে নিচের দিকের কর্মকর্তাদের জন্য বরাদ্দ ছিল ৫৭ লাখ টাকা।

নতুন ব্যয় নির্দেশনায় কোন গাড়ি কত দামে কেনা যাবে তাও জানান হয়েছে। অনূর্ধ্ব ১৬০০ সিসির কার রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৪৫ লাখ টাকা। অনূর্ধ্ব ২৭০০ সিসির জিপ ট্যাক্স ও ভ্যাটসহ এক কোটি ৪৫ লাখ টাকা (গ্রেড-১ এবং গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাদের জন্য)।

এছাড়াও অনূর্ধ্ব ২০০০ সিসির জিপ রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাটসহ ৬৫ লাখ টাকা (গ্রেড-৩ বা এর নিচের কর্মকর্তাদের জন্য)। অনূর্ধ্ব ২৫০০ সিসিল সিঙ্গেল কেবিন পিক-আপ রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩৮ লাখ টাকা। অনূর্ধ্ব ২৫০০ সিসির ডাবল কেবিন পিক-আপ ভ্যাট ও ট্যাক্সসহ ৫৫ লাখ টাকার গাড়ি কেনা যাবে।

অনূর্ধ্ব ১২৫ সিসির মোটরসাইকেল রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ এক লাখ ৪০ হাজার টাকা। অনূর্ধ্ব ২৭০০ সিসির মাইক্রোবাস রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৫২ লাখ টাকা। অনূর্ধ্ব ২৭০০ সিসির অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৫৪ লাখ টাকা। অনূর্ধ্ব ৪২০০ সিসির এসি কোস্টার অথবা মিনিবাস রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৭৫ লাখ টাকা। অনূর্ধ্ব ২৭৭১ সিসির নন এসি মিনিবাস রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩২ লাখ টাকা।

অনূর্ধ্ব ৫৮৮৩ সিসির নন এসি বাস রেজিস্ট্রেশন ব্যতীত ৪৬ লাখ টাকা। ৫ টন ধারণ ক্ষমতার ট্রাক রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩৯ লাখ টাকা। ৩ টন ধারণ ক্ষমতার ট্রাক রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩১ লাখ ৭৫ হাজার টাকা।