৩০ জুলাই ২০২৩, ০৯:১৯
৪০তম বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক জাহিদ
৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাদ্দাম হোসেন। আর জাহিদ আল আসাদ সাধারণ সম্পাদক হয়েছেন। সাদ্দাম ২৯৯ ও জাহিদ ৪২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নায়েমে স্থাপিত নির্বাচন সমন্বয়কক্ষ পরিদর্শন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস ব্যাচের সায়েম আশরাফ, এনায়েত উল্লাহ শরীফ, আবুল কালাম আজাদ, কামরুল হাসান ইমন, লিটন চন্দ্র সূত্রধর, তানভীর জামান, সৈয়দা জান্নাতুল নাঈম, মাহাবুবা প্রমুখ।