২৯ জুলাই ২০২৩, ১৫:৫৮

গয়েশ্বরকে ছেড়ে দিয়েছে পুলিশ

গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে বাসায় পৌঁছে দেওয়া হয়  © সংগৃহীত

রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রায় ২ ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা ৩টা ২৫ মিনিটে ডিবি গেটে সাংবাদিকদের ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে সংঘর্ষের সময় সেভ করা হয়। ওই সময়ও বিএনপির কর্মীরা ঢিল ছুঁড়তে থাকেন। তাকে সেভ করে ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ডিবির গাড়িতে করে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় অবস্থান কর্মসূচীর এক পর্যয়ে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। 

পরে পুলিশ গয়েশ্বর চন্দ্র রায়কে ধোলাইখাল থেকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।