২৯ জুলাই ২০২৩, ১২:৩৩

ধোলাইখাল থেকে গয়েশ্বর চন্দ্র রায় আটক

গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ  © টিডিসি ফটো

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচী পালন করছে দলটির নেতাকর্মীরা। ধোলাইখাল এলাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে অবস্থান নেয় তারা।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় অবস্থান কর্মসূচীর এক পর্যয়ে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। 

পরে পুলিশ গয়েশ্বর চন্দ্র রায়কে ধোলাইখাল থেকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।

জানা যায়, রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সরকার পদত্যাগ ও তত্ত্ববধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলন নিয়ে আজ শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচী পালন করবে বিএনপি। গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাজধানীতে মহাসমাবেশের পর রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।