ফার্মেসি আইন চূড়ান্তকরণে সভা রবিবার
ফার্মেসি আইন-২০২৩ চূড়ান্তকরণের লক্ষ্যে আগামী রোববার (৩০ জুলাই) আন্তঃমন্ত্রণালয়ের সাব-কমিটির সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখার সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার দুপুর ১২টায় স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন) হোসেন আলী খোন্দকারের সভাপতিত্বে ক্লিনিক ভবনের সম্মেলন কক্ষে ফার্মেসি আইন, ২০২৩ আন্তঃমন্ত্রণালয় সভার আলোচনা মোতাবেক কার্যবিবরণী ও প্রস্তুতকৃত খসড়া আইন যাচাই বাছাই করে চূড়ান্তকরণের লক্ষ্যে সাব-কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হবে।
সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।