নয়াপল্টন-সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৪:৪০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৩, ০৪:৪০ PM
রাজধানীর নয়াপলটন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি। তাদের গোলাপবাগের মাঠে সমাবেশের পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।
ডিএমপি কমিশনার জানান, পুলিশের পক্ষ থেকে মহাসমাবেশের স্থান হিসেবে গোলাপবাগ মাঠের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া যাচ্ছে না।
খন্দকার গোলাম ফারুক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। তাই আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।
তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিএনপির এই মহাসমাবেশের ঘোষণা আসে গত ২২ জুলাই। সেদিন দলের তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ থেকে বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।