২৬ জুলাই ২০২৩, ১১:৫০

দুর্যোগ কিংবা সহিংসতা না হলে দেশে খাদ্য সংকট হবে না: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান  © ফাইল ছবি

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, বর্তমানে দেশে ১৮-২৪ টন খাদ্য মজুদ রয়েছে। দেশে খাদ্যের কোনো সংকট হবে না, যদি কোনো দুর্যোগ বা সহিংসতা না হয়।

আজ বুধবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনট ভবনে দু’দিনব্যাপী ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের খাদ্য ব্যবস্থাপনা বিগত কয়েকশত বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। কারণ আমরা খাদ্য নিশ্চিতে কাজ করছি। একইসাথে খাদ্য বন্টনে নায্যতা নিশ্চিতেও কাজ করছে। সরকার সবার অধিকার নিশ্চিতে অধিক সংবেদনশীল। 

সরকারের উদ্যোগের কারণে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে এবং ভালো মানের খাবার দেশে পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে কৃষক ও জমির মালিকদের আয় অনেক বেড়েছে। পাশাপাশি উৎপাদনে সার, কীটনাশকসহ অন্যান্য বিষয়েও সরকার নজর দিচ্ছে।