২৪ জুলাই ২০২৩, ২২:৩০

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হলেন ঢাবির প্রোভিসি, কুবির ভিসি

ঢাবির প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও কুবির ভিসি অধ্যাপক এ এফ এম আবদুল মঈন  © সংগৃহীত

আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতির অনুমতিক্রমে এ কমিটির ঘোষণা দিয়েছেন। এতে স্থান পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন প্রোভিসি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসি।

উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। সদস্য সচিব হিসেবে আছেন ড. শাম্মি আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপ-কমিটির সদস্য। এতে পাঁচজন বিশেষজ্ঞ সদস্য ও ৫১ জন সাধারণ সদস্য রয়েছেন।

এতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এফ এম আবদুল মঈন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেনও রয়েছেন এ পদে।