তিন দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৩, ০৭:৫২ PM
তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই রোমে যাচ্ছেন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত খাদ্য সম্মেলনে অংশগ্রহণের জন্য রোমে যাবেন তিনি। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে শেখ হাসিনার।
বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি জানান, ইতালিতে অনেক বাংলাদেশি থাকেন। দেশটিতে তাদের বসবাস নিয়মিত করার জন্য আমরা অনুরোধ করবো। এছাড়া সফরে জ্বালানি ও সংস্কৃতি নিয়ে দুটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা আছে।
প্রসঙ্গত, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি ইতালিতে রয়েছেন। তাদের একটি বড় অংশই সেখানে অবৈধভাবে অবস্থান করছেন।