ঢাকায় বিএনপির পদযাত্রা শুরু, টঙ্গী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে শুরু হয়েছে বিএনপির পদযাত্রা। আজ বুধবার (১৯ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে বিএনপির নেতা–কর্মীরা পদযাত্রা শুরু করেন। এক দফা দাবি আদায়ে বিএনপিসহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে এই কর্মসূচি পালন করছে। এত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত এ যানজট দেখা গেছে।
সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের থানা, ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন আবদুল্লাহপুর এলাকায়। পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপর আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করে।
পদযাত্রা শুরুর আগে আবদুল্লাহপুর এলাকায় সমাবেশে দলটির নেতারা বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার এই সরকারকে আর চায় না। এই সরকারকে পদত্যাগ করতে হবে।
রামপুরা ব্রিজে পদযাত্রায় যুক্ত হবে মহানগর দক্ষিণ বিএনপি। এদিকে কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় শেষ হবে।
আরও পড়ুন: আজ রাজধানীতে আ.লীগের শোভাযাত্রা ও বিএনপির পদযাত্রা
পদযাত্রায় অংশ নিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আব্দুল্লাহপুরে জড়ো হন বিএনপি নেতা-কর্মীরা। তাদের সবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড ফেস্টুন দেখা গেছে। অনেকেই ধানের ছড়া হাতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন।
দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নিলে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে ওই মহাসড়ক স্থবির হয়ে পড়ে। তীব্র যানজট এবং ভ্যাপসা গরমে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত উড়াল সড়ক দিয়ে কিছু যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়।
অন্যদিকে আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। বেলা তিনটায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।