শহরের ২৯ শতাংশ মানুষ নিরক্ষর
বাংলাদেশে সাক্ষরতার হার গ্রামের তুলনায় শহরে বেশি। গ্রামে সাক্ষরতার হার ৫৬ দশমিক ১২ শতাংশ। আর শহরে ৭১ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ শহরের প্রায় ২৯ শতাংশ মানুষ নিরক্ষর। সোমবার (১৭ জুলাই) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘প্রায়োগিক স্বাক্ষরতা নিরূপণ জরিপ-২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জরিপে দেখা গেছে, দেশে প্রাপ্তবয়স্কদের ৪০ শতাংশ নিরক্ষর। ১৫ বছর বা তার বেশি বয়সীদের সাক্ষরতার হার ৬০ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে পুরুষ ৬২ দশমিক ৮৪ শতাংশ ও নারী ৫৮ দশমিক ২৪ শতাংশ। পড়তে, বুঝতে, ব্যাখ্যা ও যোগাযোগ করতে, লিখিত ও মৌখিকভাবে গণনা করতে পারা ব্যক্তিদের সাক্ষরতার আওতায় ধরা হয়।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে গত ৩০ জুনের মধ্যে দেশের সব জেলায় জরিপটি পরিচালিত হয়েছে। প্রকল্পের পরিচালক মোস্তফা আশরাফুজ্জামান বলেন, জরিপে অংশগ্রহণকারীদের ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। একজন যদি ৫০ নম্বর পেতে সক্ষম হন, তবে তাকে সাক্ষরতার আওতায় বিবেচনা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হার ৭-১৪ বছর বয়সীদের মধ্যে ৭২ দশমিক ৯৭ শতাংশ। এর মধ্যে মেয়েদের ৭৬ দশমিক ৪২ শতাংশ, যা ছেলেদের তুলনায় ৬ দশমিক ৭৫ শতাংশ বেশি। ১১-৪৫ বছর বয়সীদের মধ্যে ৭৩ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। শহর এলাকায় এ হার ৮০ দশমিক ৩৫ ও গ্রামীণ এলাকায় ৬৫ দশমিক ৬ শতাংশ।