বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি, ৪ জনের লাশ উদ্ধার
রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ ওয়াটার বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২০ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধারে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের লাশ ও আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। সদরঘাট নৌ থানা সূত্রেও চার জনের লাশ উদ্ধারের বিষয়টি জানা গেছে।
রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান সরদার বলেন, রাত ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকায় একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এটি তীরের কাছাকাছি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ লোক তীরে উঠে গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, জীবিত উদ্ধারকৃতদের মধ্যে পুরুষ ৪, নারী ৩ এবং একজন শিশু রয়েছে। উদ্ধার পুরুষদের মধ্যে দুজন অচেতন ছিলেন।