১২ জুলাই ২০২৩, ১০:৩৪

নয়া পল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন  © টিডিসি ফটো

সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করতে রাজধানীর নয়া পল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকতর্মীরা। বুধবার (১২ জুলাই) সকাল থেকেই নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। তাদের হাতে নানা ধরনের ব্যানার-ফেস্টুন দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

বিএনপি নেতারা জানিয়েছেন, আজকের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের শো-ডাউন করে নিজেদের শক্তির জানান দিতে চায় বিএনপি। সমাবেশে অন্তত ১০ লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়েছেন তারা। 

এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, আজকের সমাবেশ মহাসমাবেশে পরিণত হবে। স্মরণকালের বড় জনসমাবেশ করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের। এই সমাবেশ থেকে সরকারকে চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হবে।