বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, ৩৫০ অধ্যক্ষ বরখাস্ত

  © সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করায় সাড়ে ৩শ স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া সরকার। একইসঙ্গে  ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে তিউনিসিয়া সরকারের এমন সিদ্ধান্ত দেশটিতে পরিস্থিতি আরও খারাপ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া ১৭ হাজার শিক্ষকের বেতন স্থগিত করেছে এবং বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের জন্য ৩৫০ স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করেছে বলে দেশটির শিক্ষামন্ত্রনালয়। প্রতিবাদ-আন্দোলনের জেরে বেতন স্থগিতাদেশের এই সিদ্ধান্ত উত্তর আফ্রিকার এই দেশটির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় ৩০ শতাংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরও পড়ুন: সব স্তরে শিক্ষক নিয়োগের যোগ্যতা সমন্বয় করা হচ্ছে

তিউনিসিয়ার শিক্ষামন্ত্রণালয় বলছে, দেশের সরকারি অর্থে শিক্ষকদের এসব দাবি পূরণ করার সুযোগ নেই।

এছাড়া তিউনিসিয়ার নাগরিকরা আগে থেকেই মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন এবং বতেন বন্ধের বিষয়ে সরকারের এই সিদ্ধান্ত শক্তিশালী ইউজিটিটি ইউনিয়নের সাথে বিরোধ আরও বাড়িয়ে তুলবে বলে ধারণো বিশ্লষকদের।

তিউনিসীয় শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বোগদিরি রয়টার্সকে বলেছেন, স্কুলের গ্রেড পেতে শিক্ষার্থীদের ব্যর্থতা কার্যত একটি বিপর্যয় এবং এটি শিশুদের বিরুদ্ধে অপরাধ।

এদিকে শত শত স্কুলের অধ্যক্ষ তাদের পদত্যাগপত্র জমা দিতে শুরু করেছেন। 


সর্বশেষ সংবাদ