এবার আলুর কেজিতে বেড়েছে ১০ টাকা 

এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা
এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা  © সংগৃহীত

কাঁচা মরিচ নিয়ে লঙ্কাকাণ্ডের পর দাম বাড়ার তালিকায় নতুন করে নাম লিখাচ্ছে আলু। উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীদের দিক থেকে সরবরাহ কম থাকার কথা বলা হলেও বিপাকে নিম্ন আয়ের মানুষ। শনিবার (৮ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই পর্যাপ্ত আলু সাজিয়ে রাখা হয়েছে। 

ঈদের আগে দেশি আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন সে আলুর দাম ৫০ টাকা। হিমাগারে থাকা একই জাতের আলু ঈদের আগে ৩৫ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। অন্যদিকে কাটিনাল জাতের বড় আলু আগের চেয়ে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

আলু ক্রেতা আব্দুল করিম বলেন, তেল চাল ডাল থেকে শুরু করে এই সময়ে আদা, রসুন ও কাঁচামরিচের যেভাবে দাম বাড়ছে। আমাদের কোন হিসেব মিলছে না। একরকম হিসাব করে  টাকা নিয়ে আসছি বাজার করতে, এখানে এসে দাম শুনে তো সব এলোমেলো হয়ে যাচ্ছে। তার উপর নতুন করে আলুর দাম বাড়ছে। 

আলু বিক্রেতা বিপ্লব শেখ বলেন, আমাদের হিলিতে আলুর  তেমন আবাদ হয় না। বাজারে যেসব আলু বিক্রি হচ্ছে বেশীরভাগই হিমাগারের আলু। সেখানে দাম বাড়তি থাকার কারণে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে । সেই হিসেবে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামেই।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর এর সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, কেউ যেন নিত্যপ্রয়োজনীয় কোন পণ্যের কারণ ছাড়াই মূল্যবৃদ্ধি করতে না পারে সেব্যপারে আমরা সর্তক আছি। নিয়মিত বিভিন্ন বাজার মনিটরিং করছি। ক্রয় বিক্রয়ের রশিদ দেখে দাম যাচাই বাছাই করে দেখছি। গাফিলতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ