০৭ জুলাই ২০২৩, ১৯:১৮

সৌদি আরবে হজ করতে যাওয়া ৮৭ বাংলাদেশি মারা গেছেন

সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে  © ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৮৭ বাংলাদেশি। শুক্রবার (৭ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া বাংলাদেশিদের অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

এর মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ২০ জন। তাদের অনেকে কিডনি, হিট স্ট্রোক, শ্বাসকষ্ট ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে অনেকের স্বাভাবিক মৃত্যুও হয়েছে। 

জানা গেছে, সৌদি আরবে হজ করতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশিদের মক্কার শরাইয়া ও মদিনার বাকীউল গরকা (জান্নাতুল বাকী) কবরস্থানে দাফন করা হয়েছে। দেশটির সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় দাফনের ব্যবস্থা করেছে। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে কর্মরত চারজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত ৩১ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে ৮৭ বাংলাদেশির মৃত্যু হয়। তারা হজ এজেন্সির ভাড়া করা হোটেলে, কেউ বাংলাদেশ মিশনের ক্লিনিকে আসার পথে, অনেকে কিং ফয়সাল হাসপাতালে বা কিং আবদুল আজিজ হাসপাতাল, বাংলাদেশ মিশনের ক্লিনিকে কিংবা হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।