০৭ জুলাই ২০২৩, ১১:৫৭

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর

দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর  © ফাইল ছবি

রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চাকুরি জীবনে দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরসহ আরও নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। ১৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সরকারি চাকুরিতে যোগদান করেন তিনি।

এরপর ২০১১ সালের ৭ জুলাই থেকে ২০১৩ সালের মে পর্যন্ত তিনি গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ছিলেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে। তিনি ১৯৭৩ সালের ১লা জানুয়ারি মুহাম্মদ আবদুল মজিদ দেওয়ান ও বেগম ইয়ারন নেছার দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন। ও মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞানে ১৯৮৮সালে এসএসসি এবং ১৯৯০সালে এইচএসসি পাস করেন তিনি।

এরপর লোক প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই ১ম শ্রেণিতে কৃতিত্বের সাথে পাস করেন। 

২০১১ সালে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে অ্যাগ্রোবায়োডায়ভার্সিটি এন্ড ফার্মার রাইটস: ডায়নামিকস এন্ড বাংলাদেশ পলিসি রেসপন্সেস-এর উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। 

তার স্ত্রী দিলশাদ জাহান বর্তমানে ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি দিলশাদ জাহান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন নিয়মিত নজরুল সঙ্গীত শিল্পী। পারিবারিক জীবনে এ দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে এবং তারা বরিশাল ক্যাডেট কলেজে ১০ শ্রেণী এবং ৪র্থ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন।

নতুন দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, তিনি ১৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি যোগদান করেন তিনি। ২০১১সালের ৭জুলাই থেকে ২০১৩সালের মে পর্যন্ত তিনি গাজীপুরের এডিসি ছিলেন। এরপর ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আগামীতেও সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই; দায়িত্ব পালন করতে চাই দেশ ও মানুষের কল্যাণে—যুক্ত করেন দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।