পদ্মা সেতুতে অটোমেটিক পদ্ধতিতে টোল আদায় শুরু
পদ্মা সেতুতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অটোমেটিক ভাবে চলন্ত গাড়ি থেকে টোল আদায় শুরু হয়েছে। এই পদ্ধতির নাম ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস)। বুধবার (৫ জুলাই) সকাল থেকে সেতুর দুই প্রান্তে (আরএফআইডি) পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষামূলক টোল আদায় শুরু হয়।
আরও পড়ুন: কৃত্রিম মিষ্টি ক্যান্সারের কারণ, কোকসহ বিভিন্ন খাদ্যপণ্য চিহ্নিত করলো ডব্লিউএইচও
জানা জায়, এ পদ্ধিতিতে রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরায় তা শনাক্ত করে, অটোমেটিক টোল আদায় করা হবে। নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যরিয়ার উঠে যাবে এবং স্কিনে ব্যালেন্স দেখা যাবে।
সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর জানান, আজ সকাল থেকে পরীক্ষামূল এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন ঢাকার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।