০৪ জুলাই ২০২৩, ২৩:৪৩

আইজিপি পুরস্কার পেল নেত্রকোনা জেলা পুলিশ 

বাংলাদেশ পুলিশ  © লোগো

অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সাতটি ক্যাটাগরিতে আইজিপি পুরস্কার পেল নেত্রকোনা জেলা পুলিশ। জুন ২০২৩ এ গুরুত্বপূর্ণ আভিধানিক কর্মকাণ্ড ও মাদক উদ্ধারের জন্য ইনসপেক্টর জেনারেল (আইজিপি) জেলা পুলিশ নেত্রকোনাকে সাতটি ক্যাটাগরিতে পুরস্কৃত করেছেন।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইজিপি মহোদয় কর্তৃক পুরস্কৃত হয়ে নেত্রকোনা জেলা পুলিশ সদস্যরা আরও বেশি আন্তরিক এবং নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত হবেন এবং জেলা পুলিশের পক্ষ হতে মাননীয় আইজিপি মহোদয়ের প্রতি অনেক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

যে সাত কর্মকাণ্ড পরিচালনার জন্য পুরস্কৃত হল জেলা পুলিশ- 
১. কলমাকান্দা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।
২. দুর্গাপুর থানা কর্তৃক ১০২ বস্তা ভারতীয় চিনি সহ ৩ জন চোরাকারবারি গ্রেফতার।
৩. নেত্রকোনা মডেল থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত গরু ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার এবং আসামি গ্রেফতার।
৪. জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম),নেত্রকোনা কর্তৃক অবৈধভাবে আনায়নকৃত ভারতীয় পণ্যসহ ০২ (দুই)জন গ্রেফতার।
৫.কলমাকান্দা থানা পুলিশ কর্তৃক ১০৭ বোতল ভারতীয় মদসহ আসামী গ্রেফতার।
৬. পূর্বধলা থানা পুলিশ কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
৭. বারহাট্টা থানা কর্তৃক আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার।