০২ জুলাই ২০২৩, ০৮:৩০

আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস

আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস  © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস আজ রোববার (২ জুলাই) থেকে খুলছে। পাঁচদিন ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেবেন কর্মজীবীরা। গত বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হয় পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে পাঁচদিন ছুটি ঘোষণা করে সরকার।

এর সঙ্গে সমন্বয় করে বেসরকারি প্রতিষ্ঠানেও পাঁচদিনের ছুটি দেওয়া হয়। ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে ঈদের ছুটি হয় পাঁচ দিন।

জানা গেছে, ছুটিতে অনেকে রাজধানী ছেড়ে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গেছেন। ফলে রাজধানী ফাঁকা হয়ে যায়। আজ থেকে শুরু হচ্ছে কর্মব্যস্ততা। তবে সরকারি-বেসরকারি অনেক চাকরিজীবী বাড়তি ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন লেগে যাবে।

শুক্রবার (৩০ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, এ বছর ঈদের দিনেও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। ঈদের দিন ও এর আগের দু’দিনসহ তিন দিনে ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। তিন দিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ জন সিম ব্যবহারকারী।