কিশোরগঞ্জে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত অর্ধশত
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) দুপুরে অষ্টগ্রাম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি দোকানে হামলা চালানো হয়।
জানা গেছে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের উপস্থিতিতে দুপুরে ঈদ পুনর্মিলনীর শোভাযাত্রা বের হয়। দুপুর দেড়টার দিকে শোভাযাত্রাটি অষ্টগ্রাম বাজারে পৌঁছায়। তখন সেখানে বিপরীত দিক থেকে আসে ছাত্রলীগের মিছিল। দুই পক্ষের মিছিল থেকে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিএনপি নেতা ফজলুর রহমান জানান, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কর্মসূচী ছিল। দুপুর দেড়টার দিকে কয়েক হাজার কর্মী-সমর্থকদের মিছিল অষ্টগ্রাম বাজারে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে বিএনপির অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক মাহবুবুল আলমসহ ১০-১৫ জনকে আটক করেছে পুলিশ।
অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল আলম শামীম বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বর্তমানে মিঠামইনে অবস্থান করছেন। তিনি ৪ জুলাই অষ্টগ্রামে আসবেন। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল করা হয়। সেই মিছিলে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়। এতে সংগঠনের অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, বিএনপি এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষে নেতাকর্মীরা আহত হয়েছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পুলিশের উর্ধ্বতন কারও মন্তব্য পাওয়া যায়নি।