পাঁচ দিন পর ৫ জেলের লাশ উদ্ধার, শিক্ষার্থীসহ নিখোঁজ ২
ভোলার চরফ্যাশনে সাগরে ট্রলার ডুবির ঘটনার পাঁচ দিন পর নিখোঁজ ৭ জনের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করেছে স্বজনরা। আজ শুক্রবার (৩০ জুন) দুপুরে সাগর মোহনার তিনচর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে শিক্ষার্থীসহ আরও ২ জন
এর আগে, সামরাজ ঘাটের জাহাঙ্গীর আলমের মালিকানা ট্রলার মাছ ধরতে গিয়ে ২৫ জুন সাগর মোহনায় ঢেউয়ের আঘাতে ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ মাঝি মাল্লার মধ্যে জাহাঙ্গীর ও আবদুল গণিকে দূর্ঘটনার পর পরই পটুয়াখালীর রাঙ্গাবালির জেলেরা জীবিত উদ্ধার করে। ২৮ জুন আবদুর রব, জাকির মিস্ত্রী, আনোয়ার, ও জাকির আকন নামের আরও ৪ জন জীবিত উদ্ধার হয়। কিন্তু নিখোঁজ থাকে আরও ৭ জন।
সামরাজ ঘাটের আড়ৎ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী বলেন, গতকাল ঘাট থেকে ২টি ট্রলারে করে নিখোঁজদের স্বজনরা দূর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। শুক্রবার দুপুর পর্যন্ত সাগর মোহনার তিনচর ও শিবচর এলাকা থেকে ৫ জনের লাশ উদ্ধার করে লাশবাহী ট্রলারটি সামরাজ ঘাটে এসে পাচ্ছেন। তিনি আরও বলেন, ট্রলারের ১৩ মাঝি মাল্লার মধ্যে আগেই ৬জনকে উদ্ধার হয়েছেন। এখনও ২ জন নিখোঁজ আছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নুরুল ইসলাম, হারুন দর্জি, শরিফ হোসেন, ছাত্তার হাওলাদার, ফজলে করিম রারী ও নুর ইসলামের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে প্রথম চারজনের বাড়ি চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নে ও নুর ইসলামের বাড়ি একই উপজেলার এওয়াজপুর ইউনিয়নে। সিহাব নামে এক শিক্ষার্থী ও রহিম মাঝি নামের ২জন নিখোঁজ আছে।