২৯ জুন ২০২৩, ১১:৪২

লাখো মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে বৃহৎ ঈদের জামাত

লাখো মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে বৃহৎ ঈদের জামাত
ঈদের জামাত  © টিডিসি ফটো

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই লাখ মুসল্লি জামাতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঈদগাহ মাঠের সমন্বয়ক ও পৃষ্ঠপোষক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদগাহ ময়দানের ১৯টি প্রবেশপথ দিয়ে সকাল থেকেই মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় ঈদের নামাজ। জামাতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি। 

ঐতিহাসিক এই ঈদের জামাতে অংশ নিতে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার মুসল্লিরা ময়দানে এসে হাজির হন। এছাড়াও ঈদের জামাতে অংশ নিতে পার্বতীপুর উপজেলা এবং পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে একটি করে ট্রেনের বিশেষ ব্যবস্থা ছিল।

দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, দিনাজপুর ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা যাতে বিশাল এ জামাতে অংশ নিতে পারেন সেজন্য প্রথমবারের মতো দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ঈদগাহ মাঠে নিরাপত্তার বিষয়ে বরাবরের মতোই জোর দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। 

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আয়তনের দিক দিয়ে এটি উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। এর আয়তন প্রায় ২২ একর। দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রায় দুই লাখ মুসল্লি এবার ঈদের নামাজ আদায় করেছেন। কয়েক দিন থেকে টানা বৃষ্টি। সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় দূর-দূরান্তের মুসল্লির উপস্থিতি কিছুটা কম হয়েছে এবার।