মানবাধিকার ইস্যুতে দ্রুতই ভালো সংবাদ পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ দ্রুতই ভালো সংবাদ পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখছে তারা। দ্রুতই ভালো কোনো খবর পাবে বাংলাদেশ।
বুধবার সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তারাও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন আরও সুদৃঢ় হয়। বাংলাদেশও সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।
আব্দুল মোমেন বলেন, অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই সবাই বাংলাদেশকে ইজ্জত দিচ্ছে। সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশ ঘন ঘন বাংলাদেশ সফর করছে।
তিনি আরও বলেন, তিনি বলেন, বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি বিশ্বাস করে না, আর সেজন্য বহির্বিশ্ব থেকে নানা রকম চাপ আসছে।