যানজটে ম্লান উত্তরের ঈদ উৎসব
আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পালিত হবে ঈদুল আজহা। তবে মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে উত্তরবঙ্গের মানুষের ঈদ উৎসব ম্লান হয়ে গেছে। চরম ভোগান্তির শিকার এসব ঘরমুখো মানুষ।
গত দুইদিনের মতো আজ বুধবারও ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট রয়েছে। ফলে উত্তরবঙ্গের হাজার হাজার মানুষকে যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের এই ধারা অব্যাহত থাকলে অনেকেই ঈদ মহাসড়কেই পালন করতে হবে।
এর আগে গত সোমবার থেকে শুরু হয় যানজট। এদিন যানজট থাকলেও ধীরগতিতে গাড়ি চলেছে। তবে রাত থেকে যানজট তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার এই যানজট আরও প্রকট হয়ে ওঠে।
ঈদযাত্রায় ঘরে ফেরার অপেক্ষায় দিনাজপুরের মাসুফ। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। আজ সন্ধ্যা হলেও এখন পর্যন্ত বগুড়া পার হতে পারেননি। বাড়িতে কখন পৌঁছাবেন সেটি অজানা তার কাছে
আরেক যাত্রী রাজশাহীর মমতা বেগম জানান, বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার জন্য দীর্ঘদিন পর গতকাল গাড়িতে উঠেছি, অথচ এখনও বাড়ি যেতে পারলাম না।
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, সারাদিন যানজট থাকলেও সন্ধ্যা থেকে তা কমতে শুরু করেছে। এখন মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। আশা করছি ঈদের আগে আর যানজট হবে না।