ঈদুল আজহার চাঁদ দেখা কমিটির সভা কাল
আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আগামীকার সোমবার (১৯ জুন)। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে মাগরিবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৯৭, ০২-৯৫৫৫৯৫১১। এবারের কোরবানির ঈদ আগামী ২৯ জুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঈদুল আজহার দিন পুরো বিশ্বে সামর্থবান মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করে থাকেন। এই কোরবানির সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.), তার স্ত্রী বিবি হাজেরা ও তাদের সন্তান ইসমাঈল (আ.) এর পরম ত্যাগের স্মৃতি বিজড়িত। জিলহজ মাসে পবিত্র হজ উপলক্ষে পুরো পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হন ইব্রাহিম (আ.) এর সেই ত্যাগের স্মৃতি বিজড়িত মক্কা-মদীনায়।