বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখান ইসলামী আন্দোলনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৬:৫৩ PM , আপডেট: ১২ জুন ২০২৩, ০৭:২৫ PM
অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এ ঘোষণা দেন। এ সময় সিলেট ও রাজশাহীর নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার জেলা-মহানগরে বিক্ষোভের ঘোষণা দেন সৈয়দ রেজাউল করিম।
তিনি বলেন, আমরা বারবার সরকার ও ইসিকে বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু তারা তাদের চরিত্র থেকে ফিরে আসেনি। বাস্তবতা হলো- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর দুইবার হামলা করে তাকে জখম করা হয়েছে।