১০ জুন ২০২৩, ১৮:৩০

‘২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক না হলে ক্ষমা করে দিয়েন’

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান  © ফাইল ফটো

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করছি। আদানির বিদ্যুৎ আসছে কয়লাও জাহাজে আছে, মংলা বন্দরে ভিড়ছে। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে, দুই সপ্তাহের বেশি লাগলে ক্ষমা করে দিয়েন।

শনিবার (১০ জুন) সকালে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।

সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো এহসান শাহ, পৌর মেয়র নাদের বখতসহ জেলা, উপজেলা জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।