জামায়াতের সমাবেশের কারণে যুব সংহতির সম্মেলনের স্থান পরিবর্তন
রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত ইসলামী। শনিবার (১০ জুন) দুপুর ২টায় এ কর্মসচি পালন করবে দলটি। এ কারণে নিজেদের পূর্ব নির্ধারিত সম্মেলনের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছে জাতীয় যুব সংহতি।
দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন (রমনা) মিলনায়তনে জাতীয় যুব সংহতি’র অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন অনিবার্য কারনে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (কাকরাইল) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
এর আগে, বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট আবেদন করে জামায়াত। পরবর্তীতে শুক্রবার (৯ জুন) এক সাক্ষাৎকারে মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সিদ্ধান্ত গ্রহণ করবে ডিএমপি।
খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে, তারা আগামীকাল বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না? আমরা তথ্য পেয়েছি। আজ রাতে আমার সহকর্মীদের নিয়ে বসবো।
জানা গেছে, শুক্রবার রাত ১২ টার দিকে এ অনুমতি দেওয়া হয়। এর আগে জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, পুলিশের প্রস্তাব মেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করবে জামায়াত। পুলিশই সমাবেশ করার ব্যবস্থা করে দিয়েছে।
সমাবেশের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতও সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সাইফুর রহমান জানান, ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। শনিবার লিখিত অনুমতি দেবে। তবে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান তিনি।