০৮ জুন ২০২৩, ২১:৩৮

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ জানা গেল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে  © ফাইল ছবি

ঈদুল আযহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি আগামী ১৩ জুন থেকে শুরু হবে। এ তথ্য জানিয়েছেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদের সরকারি ছুটি শুরু হবে ঈদের একদিন আগের থেকে। এ জন্য ২৭ ও ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে বেশি। শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি হবে। অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। এটি অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও টিকিট বিক্রি করা হবে।

জানা গেছে, গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট আগাম দেওয়া হলেও মহাখালী থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এ টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে বিক্রি করা হয় টিকিট। সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে টিকিট বিক্রি করা হয় না বলে জানা গেছে।