সরকারি নির্দেশনা না মেনে ক্লাস নিচ্ছে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠান
দেশজুড়ে চলমান দাবদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয় বিবেচনা করে ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত সকল সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। পরে একই কারণে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখা পাঠদানও ৮ জুন (আজ বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এদিকে গতকাল বুধবার দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আজ বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় মাউশি। প্রাথমিক ও মাধমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে সরকারি নির্দেশনা থাকলেও তা মানছে না চট্টগ্রামের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। চলামান রেখেছে তাদের পাঠদান কার্যক্রম।
শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হল চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থিত সাউথ এশিয়ান স্কুল ও মেট্রোপলিটন রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
জানা গেছে, সরকারি নির্দেশনা থাকলেও একদিনের জন্যও বন্ধ হয়নি বিদ্যালয় দুটি। প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল ক্লাসেই চলছে পাঠদান। তবে অভিভাকরা জানান, স্কুল বন্ধ রাখার বিষয়ে শিক্ষার্থীদের কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে মেট্রোপলিটন রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুর কাশেম তালুকদার বলেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠানের হোস্টেলে থাকে। আমাদের শিক্ষার্থীরা কিছুটা দুর্বল। তাদের জন্য স্কুল খোলা রাখা হয়েছে। একদিনের জন্যও বন্ধ হলে তাদের পড়ালেখার ক্ষতি হতো।
সাউথ এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ লকিতুল্লাহ বলেন, প্রশাসনিক কিছু কাজের জন্য স্কুল খোলা রয়েছে। স্কুল খোলা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে আসেনি। তবে যেসব শিক্ষার্থী এসেছে তাদের পাঠদান করা হয়েছে। যেহেতু সব ক্লাসে এসি ও ফ্যান আছে তাই সমস্যা হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলি জানান, সরকারি আদেশ অমান্য করার কোন সুযোগ নেই। তাঁরা কেন সরকারি আদেশ অমান্য করেছেন, সেটি জানতে চাওয়া হবে। অবশ্যই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।