০৮ জুন ২০২৩, ১২:৪১

দুই শিক্ষার্থীর মৃত্যু: পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের এমডি-চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতীকী ছবি  © ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় পোকামাকড় মারার কীটনাশকের বিষক্রিয়ায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চেয়ারম্যান আশরাফ ও এমডি ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের টিটু মোল্লা নামের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সকালে টিটুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ভাটারা থানা পুলিশ। এ সময় আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।