ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আ.লীগের ২ পক্ষের অবস্থান, মহাসড়কে যানজট
আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থান নিয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (৬ জুন) সকালে মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌর সদর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাক-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিয়েছে।
এ সময় নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র দেখা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে মহাসড়কের ওপর নেতাকর্মীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যদের মাঠে দেখা গেছে।
এছাড়াও চৌদ্দগ্রাম বিসিক গেট এলাকায় একটি মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এবিষয়ে কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষ মহাসড়ক ছেড়ে চলে গেছে।