৩১ মে ২০২৩, ২২:২২

হামদ ও নাত প্রতিযোগিতায় শীর্ষ ১০ অংশগ্রহণকারীর নাম ঘোষণা টফির

হামদ ও নাত প্রতিযোগিতায় শীর্ষ ১০ অংশগ্রহণকারীর নাম ঘোষণা টফির  © টিডিসি ফটো

হামদ ও নাত প্রতিযোগিতা ‘সুরের সাথে নূরের পথে’র শীর্ষ ১০ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি। এটি বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মে আয়োজিত প্রথম হামদ ও নাত প্রতিযোগিতা। বুধবার (৩১ মে) মোবাইল নেটওয়ার্ক-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শীর্ষ অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়।  

এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজার হাজার টফি কনটেন্ট ক্রিয়েটর এক মিনিটের হামদ ও নাত ভিডিও সাবমিটের মাধ্যমে অংশগ্রহণ করে। ভিডিওর ভিউ সংখ্যার উপর ভিত্তি করে টফি সেরা ১০ জন অংশগ্রহণকারীকে বেছে নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেছে যথাক্রমে টাঙ্গাইলের মো. মোহসিন হোসাইন, সৈয়দপুরের মো. আখতারুল আলম শাহ ও ফেনীর মো. নাজমুল হোসাইন।  

অনুষ্ঠানে টফি’র ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, বাংলাদেশের প্রথম ইউজিসি প্ল্যাটফর্ম হিসেবে টফি দেশের কনটেন্ট ক্রিয়েটরদেরকে তাদের বৈচিত্র্যময় প্রতিভা বিকাশে উৎসাহিত করতে চায়। এই উদ্দেশ্য নিয়েই অভিনব হামদ ও নাত প্রতিযোগিতা চালু করা হয়েছে। আমরা শীর্ষ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই এবং আশা করি তারা আমাদের প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের যাত্রা সফলভাবে চালিয়ে যাবে।  

তিনি বলেন, সব ধরনের দর্শককে আকর্ষণীয় কনটেন্ট ও বিনোদনের উপভোগ্য অভিজ্ঞতা দিচ্ছে টফি। দর্শকদের মানসম্মত ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে টফি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।   

প্রসঙ্গত, টফি সব নেটওয়ার্ক থেকে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিগত ২০১৯ সালে প্ল্যাটফর্মটি চালু করে বাংলালিংক। সহজ নেভিগেশনের টফি বিনোদনমূলক কনটেন্ট দেখার উন্নত অভিজ্ঞতা দেয় দেশের সব প্রান্তে। এটি অ্যাপ, ওয়েব, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, অ্যান্ডরয়েড টিভি ও আইওএস ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা হয়। এতে রয়েছে সর্বোচ্চ সংখ্যক দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল। এছাড়া টফি আন্তর্জাতিক ক্রীড়া আসর সম্প্রচার করে। এর পাশাপাশি এতে রয়েছে অসংখ্য ভিডিও-অন-ডিমান্ড ও ইউজার জেনারেটেড কনটেন্ট।