৩০ মে ২০২৩, ১২:২১
বিএনপি নেতা আমানের ১৩ ও টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তাঁর স্ত্রী সাবেরা আমানকে দেওয়া তিন বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।
এ ছাড়া দুদকের করা আরেক মামলায় বিএনপি নেতা হাসান মাহমুদ টুকুকে দেওয়া ৯ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ ও এ কে এম আমিন উদ্দিন। এ ছাড়া টুকুর পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কেসি ও আইনজীবী সাইফুল্লাহ মামুন।