২৪ মে ২০২৩, ১৪:৪৯

চুরি হয়ে গেছে মেঘনায় জেলেদের জালে ধরা পড়া সেই বিরল কাঁকড়া

Horseshoe Crab লিমুলাস  © টিডিসি ফটো

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়াটি চুরি হয়ে গেছে। সোমবার রাতের কোনো এক সময় নৌকা থেকে কাঁকড়াটি নিয়ে যায় চোর চক্র।

এর আগে, গত বুধবার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে কাঁকড়াটি পান বোরহানউদ্দিনের সাচড়া গ্রামের জেলে ফারুক মাঝি। এরপর কাঁকড়াটি অনেকেই এসে দেখেছেন।

জেলে ফারুক মাঝি বলেন, কাঁকড়াটি পাওয়ার পর পানিভর্তি একটি পাত্রে রেখে দেই। নৌকার মধ্যে থাকা কাঁকড়াটি পাহারা দিতে একজনকে ৫০০ টাকাও দিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার সকালে দেখি নৌকার মধ্যে রাখা কাঁকড়াটি নেই। রাতের আঁধারে এটি কেউ চুরি করে নিয়ে গেছে। লোকমুখে কাঁকড়াটির লাখ টাকা মূল্য শুনে যত্ন করে রেখেছিলাম। এখন আর সেটি নেই। হয়তো কেউ একজন লোভ সামলাতে না পেরেই এ কাজ করেছে বলে ধারণ করছি।

গবেষকদের মতে, এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি “রাজ কাঁকড়া” নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালি বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। আজ থেকে ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ার জন্য এদের জীবন্ত জীবাশ্ম হিসেবে গণ্য করা হয়। এদের রোগ-প্রতিরোধ ক্ষমতা উন্নত হওয়ায় অঙ্গসংস্থানিক পরিবর্তন ছাড়াই এরা পৃথিবীতে টিকে আছে।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ জানান, এটা Horseshoe Crab নামে এক ধরনের কাঁকড়া। অগভীর সমুদ্র বা কাদাযুক্ত সমুদ্রতলে বাস করে। এজন্য সচরাচর এদের নদীতে দেখা যায় না। বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা থাকলেও আমাদের দেশে নেই। আর এ কাঁকড়ার লাখ টাকা দাম, এটি সম্পূর্ণ গুজব।