২৪ মে ২০২৩, ১৩:৫৭

বিএনপি নেতা চাঁদ-এর শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন 

বিএনপি নেতা চাঁদ-এর শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন   © টিডিসি ফটো

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা ও কর্মচারী পরিষদ।

বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে তারা এই মানববন্ধন করেন।

এছাড়াও সারাদেশে বিএনপি-জামাতকে অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির আখ্যা দিয়ে শাস্তির দাবি জানান সেখানকার নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যেভাবে একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রমে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের বিভাগীয় পর্যায়ের একজন নেতার এমন বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থিই নয়, বরং এটি ফৌজদারি অপরাধের সামিল।

এসময় আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি সৈয়দ মেসকাত আলি টুটুল বলেন, বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে। দেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করলো তারা হত্যার রাজনীতি বিশ্বাস করে।

সহায়ক কর্মচারী পরিষদের সভাপতি মো. আজম খান বলেন, বিএনপি রাজনৈতিক মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। আমরা এই সমাবেশে বলতে চাই, আপনার উদ্দেশ্য সফল হবে না। আপনাদের কঠিন পরিস্থিতি আসবে।

বাংলাদেশে এখন উন্নয়নের ধারা প্রবাহিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে রাজাকারের সন্তান আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী হত্যার হুমকি দিয়েছে। আমরা চাই তাকে অতিদ্রুত শাস্তির আওতায় আনা হোক।

এসময় সাংগঠনিক সম্পাদক রানামূল করিম রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহায়ক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুম, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি, মো. তুহিন রেজা, মো. হাবিবুর রহমান, সাধারণ কর্মচারী টেড ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, পরিবহন টেকনিক্যাল সভাপতি মো. শাহিন শেখসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা।