মেঘনায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির কাঁকড়া
দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি কাঁকড়া। ঐ কাঁকড়াটি লাখ টাকা বিক্রির আশায় নিজের কাছে রেখে দিয়েছেন মো. ফারুক মাঝি নামের এক জেলে।
ফারুক মাঝি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের বাসিন্দা। তার কাছে থাকা কাঁকড়াটি দেখতে অনেকটা পানপাতা মাছের মতো। শক্ত পিঠের উপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেকগুলো পা এবং পিছনে রয়েছে একটি সরু লেজ।
জেলে ফারুক মাঝি বলেন, গত বুধবার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠে এই কাঁকড়াটি। পরে নৌকায় তুলে একটি পাত্রে রেখে দেই। এখনও জীবিত সেটি। এরকম কাঁকড়া এর আগে কখনও দেখিনি। লোক মুখে শুনেছি এ ধরনের কাঁকড়ার মূল্য কয়েক লাখ টাকা। সেই আশায় কাঁকড়াটি নিজের কাছেই রেখে দিয়েছি। যার ওজন প্রায় ৩শ গ্রাম।
জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ বলেন, এটা নাল কাঁকড়া নামের একধরনের কাঁকড়া। ডাঙায় এগুলো সচারচর দেখা যায় না। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এগুলো খেলেও আমাদের দেশে এগুলো কেউ খায় না। এর দাম সর্ম্পকে লোকমুখে যা শোনা যায় তা গুজব।