তাকসিমের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর পদ হারালেন ওয়াসার চেয়ারম্যান
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পর পদ হারালেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। রবিবার (২১ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর জানানো হয়। একই সঙ্গে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যগণের মধ্য হতে জনাব সুজিত কুমার বালা, ২৪/২, বুয়েট টিচার্স কোয়ার্টার, বুয়েট, ঢাকা-১০০০-কে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হলো। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফা এর স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২২ মে) সন্ধ্যায় গোলাম মোস্তফা বলেন, গত অক্টোবরে আমার চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছিলাম। ওই মেয়াদ শেষে বিদায় দিলে আমার কোনও কিছু বলার থাকত না।
তিনি আরও বলেন, যখন তাকসিমের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলা শুরু করলাম, তখনই আমাকে সরিয়ে দেওয়া হলো। এতে আরও স্পষ্ট হয়, তাকসিম যেভাবে ওয়াসা চালাতে চান সেভাবেই চালাবেন। বোর্ডকে কিছু করতে দেবেন না।
এর আগে, সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে গিয়ে তাকসিম এ খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ তোলেন গোলাম মোস্তফা। তিনি দাবি করেন, তাকসিম তাঁর অনুপস্থিতিতে বোর্ডের সভা হতে দেন না। বোর্ড কার্যত অকার্যকর। পরে বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে গত ১৭ মে ওয়াসা কর্মকর্তা-কর্মচারীদের তিনটি সংগঠন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। এরপর তাকসিম এ খানের বিরুদ্ধে অসহযোগিতা, অসদাচরণ এবং আইন অমান্যের অভিযোগ এনে মন্ত্রণালয়ে আরেকটি চিঠি দেন গোলাম মোস্তফা।