২২ মে ২০২৩, ১৯:১৬

মুক্তির পর যা বললেন নোবেল

মুক্তির পর বেরিয়ে যাচ্ছেন নোবেল  © সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। মুক্তির পর উত্তরবঙ্গ ও শরীয়তপুরে কনসার্ট বাতিলের ঘটনায় আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সোমবার (২২ মে) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি।

নোবেল এ সময় বলেন, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের প্রোগ্রাম নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের ভেদরগঞ্জ গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম দুটি আবার করে দিয়ে আসব। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।

এর আগে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির এক দিনের রিমান্ড শেষে আসামি নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদন করেছেন। এরপর বাদী আদালতে হাজির হন। তিনি আপসের বিষয়টি আদালতকে জানান।

শুনানি শেষে আপসের শর্তে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিনের আদেশ দেন।