ঝড়ের সঙ্গে স্বস্তির বৃষ্টি ঢাকায়

ঝড়ের সঙ্গে স্বস্তির বৃষ্টি ঢাকায়
ঝড়ের সঙ্গে স্বস্তির বৃষ্টি ঢাকায়  © টিডিসি ফটো

সারা দেশে বেশ কিছুদিন ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে এ কদিন হয়নি বৃষ্টি। আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টিতে ভিজলো ঢাকা। 

বুধবার (১৭ মে) সকাল নয়টার পর থেকে শুরু হয়েছে বাতাস, সঙ্গে বৃষ্টি। জনমনে ফিরেছে স্বস্তি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

88b25a1b-60ed-4048-a443-3f1a0d4be377

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


সর্বশেষ সংবাদ