১০ মে ২০২৩, ১৬:০৬

শিশু মৃত্যুর পর বাবা বললেন— ‘আমার ছেলের মৃত্যু আমার হাতেই’

  © ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে বাবার ট্রলি গাড়ি থেকে ছিটকে পরে, সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মারা গেছে। বুধবার (১০ মে) বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার বগা ইউনিয়নের হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

ইয়ামিনের বাবা বলেন, দুই ছেলে এক মেয়ের মধ্যে ইয়ামিন সবার ছোট। ছেলেটি রোদের মধ্যে এই গরমে হেঁটে বাড়ি যাবে। এই ভেবে ওকে আমি গাড়িতে তুলি। কিন্তু মুহুর্তের মধ্যে কি হতে কি হলে গেল। আমার ছেলের মৃত্যু আমার হাতেই। এই বলে অঝোরে কান্না করছিলেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু শিক্ষার্থীর নাম মো. ইয়ামিন হোসেন (০৭)। সে কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের ট্রলি গাড়ি চালক মো. জাকির হোসেনের ছেলে।

সূত্রে জানা গেছে, নিহত ইয়ামিন বগা ইউনিয়নের দ্বীনিয়া হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। মাদ্রাসা ছুটির পরে বাবার ট্রলি গাড়িতে বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার বাবা। ট্রলি গাড়িটা গোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় শিশু ইয়ামিন গাড়ি থেকে ছিটকে চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু শিক্ষার্থী ইয়ামিন। এঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া বইছে।

বাউফল থানার (ওসি) তদন্ত মো. মিজানুর রহমান বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ইয়ামিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।