চট্টগ্রামে লরি থেকে রিকশায় কনটেইনার পড়ে দুজন নিহত
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চলন্ত লরি থেকে কন্টেইনার ছিটকে পাশে থাকা রিকশার ওপর পড়ে রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গার খালপাড় এলাকায় স্টিল মিল বাজারে এ ঘটনা ঘটে।
আহত হয়েছেন রিকশাচালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ আলমগীর জানান, লরিটি ডানপাশে ছিল, রিকশা ছিল এটির বাঁ পাশে। হঠাৎ কন্টেইনারটি বাঁ দিকে কিছুটা উল্টে গিয়ে রিকশার ওপর পড়ে যায়। দুটি যানই চলন্ত ছিল।
আরও পড়ুন: স্বজনদের আগুনের দৃশ্য দেখাতে গিয়েই প্রাণ গেল শাহাদাতের
ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, এমএ আজিজ সড়কের পতেঙ্গামুখী লেইনে একটি লরি থেকে কন্টেইনার ছিটকে পাশে থাকা একটি চলন্ত রিকশার ওপর পড়ে। এতে চাপা পড়ে ওই রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
বর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কন্টেইনারের নিচ থেকে দুইজনের মরদেহ এবং রিকশাচালককে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কনটেইনার ছিটকে পড়ার সংবাদ পেয়ে দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর একটি ক্রেনের সহায়তা কনটেইনারটি সরানো হয়েছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কনটেইনার চাপা পড়ে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।