ফ্লাইওভারে ব্রেক ফেল ট্রাক, দুমড়েমুচড়ে গেল ৮ গাড়ি

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ট্রাকের ব্রেক ফেল
মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ট্রাকের ব্রেক ফেল  © সংগৃহীত

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে অন্তত আটটি গাড়ি। এতে আহত হয়েছেন অনেকেই। তবে আঘাত গুরুতর নয়। কিন্তু যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটে আটকে থাকা প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় ইটবাহী একটি ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনে থাকা সিএনজিতে গিয়ে ধাক্কা লাগে। তাতে পর্যায়ক্রমে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, মধ্যরাতে ফ্লাইওভার থেকে নামার সময় ট্রাকটি ব্রেক ফেল করে সামনে থাকা সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারসহ প্রায় ৮টি যানবাহনকে ধাক্কা দেয়। এতে আহত হন যানবাহনে থাকা চালক ও যাত্রীরা।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মোখা’

পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছে। পরে পুলিশ ট্রাকটিকে জব্দ করে।


সর্বশেষ সংবাদ