ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৬তম বিসিএস কর্মকর্তা আব্দুল বাকী
বগুড়ায় সরকারি মুজিবুর রহমান কলেজে অধ্যাপনা করতেন আবদুল্লাহ আল বাকী (বিপ্লব)। ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৩ মে) সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিঊন।
এদিকে সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বাকীর বন্ধুদের মাঝে। আনুষ্ঠানিক শোক জানিয়েছে ৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: ফোন চালাতে বাধা দেয়ায় ফাঁস নিলেন এসএসসি পরীক্ষার্থী
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক গোলাম রুহানী সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে বাকীর রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তারা বলেন, পরম করুণাময় মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।