০২ মে ২০২৩, ১১:৪২

বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার  © সংগৃহীত

বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে। শিশুটিকে উদ্ধার করেন সেলিম খান নামে এক ব্যক্তি। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

সোমবার (১ মে) দিবাগত রাত ১২টার দিকে ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোড থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সেলিম খান। বর্তমানে শিশুটি উত্তরা লুবানা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

উদ্ধারকারী ওই ব্যক্তি জানান, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিশুর কান্না শুনতে পাই। কান্না শুনে শিশুটিকে খুঁজতে থাকি। একপর্যায়ে দেখতে পাই, একটি বাজারের ব্যাগে কে বা কারা শিশুটি ফেলে রেখে গেছে। পরে শিশুটি উদ্ধার করে দ্রুত লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করাই।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের সঙ্গে ২.২৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি

তিনি বলেন, শিশুটিকে উদ্ধারের সময় থেকে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মুখ দিয়ে রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। আমি নিজেও এখনো হাসপাতালে আছি।