০১ মে ২০২৩, ১৫:৪০

বহুতল ভবন থেকে মেট্রোরেলে ঢিল, চলছে মামলার প্রস্তুতি

বহুতল ভবন থেকে মেট্রোরেলে ঢিল

রাজধানীর কাফরুলের শেওড়াপাড়া এলাকার একটি বহুতল ভবন থেকে মেট্রোরেল ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এতে কেউ আহত না হলেও, কোচের জানালার কাচ ভেঙে গেছে। অভিযুক্তকে খুঁজে বের করে শাস্তি দিতে এরইমধ্য থানায় লিখিত অভিযোগ দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

সোমবার (১ মে) ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, গতকাল (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা এরকম কোনো একটা সময়ের মধ্যে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী একটি মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনের ঢোকার মুখে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক দক্ষিণ প্রান্তের ঘটনা। যখন ট্রেনটি স্টেশনের ঢুকতে যাচ্ছে, ঠিক এমন সময় বিকট একটি আওয়াজে জানালার কাচটি ভেঙে যায়। ট্রেন ছিল পশ্চিম দিকের ট্র্যাকে, আর পূর্ব দিক থেকে ঢিল আসে। যার ফলে ট্রেনের পূর্ব দিকের একটি কাচ ভেঙে গেছে। যিনি এই রিপোর্ট (কাচ ভাঙার) প্রথম করেছেন, তার ভাষ্যমতে এটি কাজীপাড়া স্টেশনে ঢোকার ঠিক একটু আগে ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রবিবার সকালে মেট্রোরেলটি আগারগাঁও স্টেশন থেকে শেওড়াপাড়া হয়ে কাজীপাড়া দিয়ে উত্তরা যাওয়ারন সময় শেওড়াপাড়া ও কাজীপাড়ার মধ্যবর্তী এলাকায় একটি ঢিল মেট্রোরেলের জানালায় আঘাত করে। রাস্তার পূর্বপাশের কোনো এক ভবন থেকে ঢিলটি ছোড়া হয়েছে।

তিনি জানান, এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। দোষীদের শনাক্তে করতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে। ঢিলটি কোন ভবন থেকে এসেছে, আগে সেটি শনাক্ত করে তারপর অপরাধীদের খুঁজে বের করা হবে।