আবার রাজনীতি করলে দেশের মানুষকে হেয় করা হবে: আব্দুল হামিদ
টানা দুই মেয়াদে ১০ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মো. আবদুল হামিদ। এর পরেই তিনি উঠেছেন তার নিকুঞ্জের বাসায়।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় নিকুঞ্জের বাসায় পৌঁছান তিনি। এসময় সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন, দেশবাসীর এবং আমার এলাকার মানুষের দোয়া ছিল বলেই আমি দীর্ঘমেয়াদে জনগণকে সেবা দিতে পেরেছি। অপরদিকে প্রধানমন্ত্রী আমাকে কোনো প্রকার বাধা ছাড়াই কাজ করার সুযোগ দিয়েছেন, সে জন্য আমি তার প্রতিও কৃতজ্ঞ।
ভবিষ্যতে রাজনীতির বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করব না।
এসময় তিনি আরও বলেন, অনেক সময় বলেছি, আমি বন্দি জীবনে আছি। এর থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন সাধারণ নাগরিক হিসেবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব। এটাকেই তিনি সবচেয়ে বড় আনন্দ বলে অবহিত করেন।
এছাড়া, বেশিরভাগ সময় নিজের জন্মভূমি কিশোরগঞ্জ থাকার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, বেশ কয়েকবার বলেছি, আমার বেশির ভাগ সময় থাকার ইচ্ছা হাওরে, ঢাকায়ও থাকতে হবে আবার কিশোরগঞ্জেও থাকতে হবে। তবে সবচেয়ে বেশি সময় থাকার ইচ্ছা হাওরে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের সন্তান আবদুল হামিদ ২০১৩ সালের মার্চ মাসে অস্থায়ী ও ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন।