২০ এপ্রিল ২০২৩, ১০:১২

ক্ষমা চেয়ে নামাজ পড়ানোর অনুমতি পেলেন সেই ইমাম

রুহুল আমিন  © সংগৃহীত

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জামে মসজিদের ইমাম রুহুল আমিনকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করায় তাকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইমাম সাহেবের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। পরে ইমাম সাহেব আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ায় তাঁকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

ওই মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন, ‘আমাকে আজ জোহরের নামাজ থেকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত রোববার রাতে তারাবিহ নামাজ শেষে মোনাজাতে ঘুষ-দুর্নীতি নিয়ে দোয়া করেন মসজিদের ইমাম রুহুল আমিন। তাতে ক্ষুব্ধ হয়ে প্রায়ই তিনি রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য দেন এই অভিযোগ তুলে তাঁকে ইমামতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে আজকের পত্রিকায় খবর প্রকাশের পর কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও মসজিদ কর্তৃপক্ষ আজ তাঁকে নামাজ পড়ানোর অনুমতি দেয়।